করোনাভাইরাস নিয়ে সারা দুনিয়ার মানুষ যখন আতণ্কিত করোনার চেয়ে আরো বেশী চিন্তিত হয়ে মৃত্যুর চিন্তায় পড়েছে সারা দেশে এনজিওদের কিস্তির ওপর টাকা গ্রহীতা কয়েক লক্ষ গরীব অসহায় মানুষ।আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে করোনার কারনে।কোথা থেকে পরিষোধ করবে নব্য কাবলিওয়ালা সুদখোরদের প্রতি দিনের কিস্তির টাকা। এমন চাপে পড়ে দিশেহারা এসব গরীব দিন মজুর মানুষেরা।সুদখোর এ যুগের নব্য শকুনদের কিস্তির টাকা দিতে না পেরে পলাতক ও নিখোঁজ রয়েছে বহু মানুষ।মরণ ঘাতি করোনার চেয়েও ভয়ংকর এ যুগের সুদি মহাজনরা।প্রতি এক লাখ টাকার সুদ প্রায় ৬০% হিসেবে আদায় করা হচ্ছে নিরবে।এমন সংবাদ জানিয়েছে নাম প্রকাশে অনইচ্ছক নোয়াখালীর সেনবাগ উপজেলার বেশ কয়েক গ্রামের অনেক বাসীন্দা।এসব লোকদের অভিযোগ করোনা ভাইরাস মহামারি রোগটি নিয়ে পৃথিবীর বাংলাদেশসহ বহু দেশ মহা চিন্তিত।আমরা এ রোগ নিয়ে যেমন চিন্তিত তার চেয়ে বেশী চিন্তায় পড়েছি মহাজন এনজিওদের প্রতিদিন কিস্তির টাকা পরিষোধ নিয়ে।নিষ্ঠুর নব্য শকুনেরা কোন করোনার কথা মানতে রাজি নয়। যে করেই হোক তাদের টাকা দিতেই হবে।না দিলে নানা হুমকি অত্যাচার অপমান নির্যাতন করছে নব্য কাবলিওয়ালা শকুনের দল।এমন বিপদে এসব অসহায় গরীব মানুষেরা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কিস্তির টাকা পরিষোধ বন্ধ রাখার জন্য প্রশাসন ভ্রাম্যমান আদালতসহ সংশ্লিষ্ঠ সকলের সহযোগীতা কামনা করেছে।
Friday, March 20, 2020
করোনার মাঝে এনজিওদের কিস্তি নির্যাতন!
করোনাভাইরাস নিয়ে সারা দুনিয়ার মানুষ যখন আতণ্কিত করোনার চেয়ে আরো বেশী চিন্তিত হয়ে মৃত্যুর চিন্তায় পড়েছে সারা দেশে এনজিওদের কিস্তির ওপর টাকা গ্রহীতা কয়েক লক্ষ গরীব অসহায় মানুষ।আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে করোনার কারনে।কোথা থেকে পরিষোধ করবে নব্য কাবলিওয়ালা সুদখোরদের প্রতি দিনের কিস্তির টাকা। এমন চাপে পড়ে দিশেহারা এসব গরীব দিন মজুর মানুষেরা।সুদখোর এ যুগের নব্য শকুনদের কিস্তির টাকা দিতে না পেরে পলাতক ও নিখোঁজ রয়েছে বহু মানুষ।মরণ ঘাতি করোনার চেয়েও ভয়ংকর এ যুগের সুদি মহাজনরা।প্রতি এক লাখ টাকার সুদ প্রায় ৬০% হিসেবে আদায় করা হচ্ছে নিরবে।এমন সংবাদ জানিয়েছে নাম প্রকাশে অনইচ্ছক নোয়াখালীর সেনবাগ উপজেলার বেশ কয়েক গ্রামের অনেক বাসীন্দা।এসব লোকদের অভিযোগ করোনা ভাইরাস মহামারি রোগটি নিয়ে পৃথিবীর বাংলাদেশসহ বহু দেশ মহা চিন্তিত।আমরা এ রোগ নিয়ে যেমন চিন্তিত তার চেয়ে বেশী চিন্তায় পড়েছি মহাজন এনজিওদের প্রতিদিন কিস্তির টাকা পরিষোধ নিয়ে।নিষ্ঠুর নব্য শকুনেরা কোন করোনার কথা মানতে রাজি নয়। যে করেই হোক তাদের টাকা দিতেই হবে।না দিলে নানা হুমকি অত্যাচার অপমান নির্যাতন করছে নব্য কাবলিওয়ালা শকুনের দল।এমন বিপদে এসব অসহায় গরীব মানুষেরা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কিস্তির টাকা পরিষোধ বন্ধ রাখার জন্য প্রশাসন ভ্রাম্যমান আদালতসহ সংশ্লিষ্ঠ সকলের সহযোগীতা কামনা করেছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment