Tuesday, March 17, 2020

ইতিহাস থেকে পাওয়া অতীতের ৩টি শতাব্দীর ২০তম বছর গুলো ছিল মানব মৃত্যুকূপ



(১) ১৭২০ ইং সালে এই পৃথিবী আক্রান্ত হয় প্লেগ রোগে এতে মৃত্যু ঘটে ২০ কোটি মানুষের।

পৃথিবীর ইতিহাসে কোন একক রোগে এত মানুষের মৃত্যু আর ঘটেনি। ঐ সময়ে শুধু ইউরোপই হারিয়েছিল তাদের অর্ধাংশ জনসংখ্যা।

এই মৃত্যুর নাম দেওয়া হইয়েছিল ‘দ্য ব্ল্যাক ডেথ’ বা কালো মৃত্যু।
মধ্যযুগীয় ইতিহাস গবেষক ফিলিপ ডেইলিভার তার এক নিবন্ধনে লিখেছেন, চার বছর মেয়াদি প্লেগ মহড়ায় ইউরোপের ৪৫-৫০ ভাগ জনসংখ্যা বিলীন হয়ে যায়, যা প্রায় ২০ কোটি।।


(২) ১৮২০ ইং সালের কলেরা: এতে মৃত্যু ঘটে ৪ কোটি মানুষের।

১৮২০ ইং সালে সারাবিশ্ব কলেরায় আক্রান্ত হলে কলেরা রুপ নেয় মহামারিতে।
ইতিহাসবিদদের মতে, সেই সময়ে অল্পদিনের ব্যবধানে হাজার হাজার আক্রান্ত ব্যক্তিরা মারা যান এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা এমন হারে বেড়েছিল, তা রীতিমতো উদ্বেগজনক ছিল। বিভিন্ন পরিসংখ্যান বলছে ঐ সময়ের কলেরা এতটাই মহামারি ছিল যে- চীন, রাশিয়া ও ভারতে কলেরায় আক্রান্তে অন্তত ৪ কোটি মানুষের মৃত্যু ঘটে।


(৩) ১৯২০ ইং সালের স্প্যানিস ফ্লু: এতে মৃত্যু ঘটে প্রায় ১০ কোটি মানুষের।

প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত না শুকাতেই পৃথিবীজুড়ে শুরু হয়েছিলএই নতুন যুদ্ধ।
সারা পৃথিবীকে গ্রাস করেছিল মরণব্যাধি সেই ‘স্প্যানিস ফ্লু’। ‘স্প্যানিস ফ্লু’ নামের সেই মহামারীতে দুই বছরে সারা পৃথিবীতে মানুষ মারা গিয়েছিল ০৪ কোটির বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও বলছে সংখ্যাটি আসলে পাঁচ কোটি। কারণ ভারতবর্ষে যে এক কোটি মারা গিয়েছিলেন সেটি প্রথম রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। কোনো কোনো গবেষকের মতে, মৃতের সংখ্যাটি প্রকৃতপক্ষে প্রায় ১০ কোটি।

এই জীবাণু ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ায় নির্বিচারে বেশি প্রকোপ যেন দেখা গিয়েছিল ২০-৪০ বছরের মানুষের মধ্যে।

উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে আক্রমণ হলেও সারা পৃথিবীর কোনো দেশই মুক্তি পায়নি এ জ্বরের ছোবল থেকে।

মৃতের সংখ্যা এত বিশাল ছিল যে, ট্রলিতে লাশ বোঝাই করে শহর থেকে সরাতে হয়েছিল।

আল্লাহ্‌ ভালো জানেন চলমান ২০২০ইং সালটা ও কি বর্তমান মানুষদেরর জন্য আরেক মৃত্যুকূপ?


পরিশেষে বলতে চাই, এবার ২০২০ ইং সালে আবির্ভূত "করোনা" যেন মানুষের জন্য আরো একটি ভয়ঙ্কর মৃত্যু কূপ। তাই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমাদের দোয়া ও চাওয়া মহান রব আল্লাহ্‌ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়াকরে বিশ্বের এই সমগ্র মানব মণ্ডলীকে চলনান শতকের ২০ সাল চক্রিয় মহামারী থেকে যেন হেফাজত করেন আমীন

No comments:

Post a Comment